পিনবল রিভিউ by অনন্যা আনজুম

 


বই: পিনবল

লেখক: এম.জে. বাবু
জনরা : হরর-থ্রিলার
প্রকাশনি : সতীর্থ
প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
ফ্ল্যাপ থেকে:
ছোট্ট মফস্বল শহর উইন্ডেনে ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড।
আবদ্ধ ঘরে নৃশংসভাবে খুন হল সাত জন। ছিন্নভিন্ন লাশ দেখে ভয়ে শংকিত উইন্ডেনের পুলিশ ডিপার্টমেন্ট। প্রত্যেক ভিক্টিমের মুখে একটি পিনবল ছেড়ে গেছে খুনী। ডিটেকটিভ আলফ্রেড আর উইল টুরক তদন্তে নেমে গোলকধাঁধায় পড়ে যায়। একটা পর্যায়ে তাদের মনে হতে থাকে এই হত্যাকাণ্ডের পিছনে কোনো মানুষ জড়িত নয়; যেন সাক্ষাত শয়তান জড়িত৷ ইশ্বরের সাথে ষড়যন্ত্রের কঠিন খেলায় যেখানে শয়তান মত্ত সেখানে নেমে পড়ল দুই ডিটেকটিভ তাকে থামাতে।
কী সেই ষড়যন্ত্র আর কেনই বা ঘটে গেলো এই নৃশংস হত্যাকাণ্ড, তার সাথে শয়তানের-ই বা কী যোগসাজশ।
সব রহস্যের উন্মোচন হতে চলেছে মিথ, ইতিহাস ও কঠিন বাস্তব জগতের মিশেল এবং পদে পদে রোমাঞ্চ আর রহস্যে ভরপুর উপন্যাস 'পিনবল' এর দুই মলাটের মাঝে।
পাঠ প্রতিক্রিয়া:
খুব ভালো লেগেছে বইটি। দেশীয় প্রেক্ষাপটে এরকম গল্প আগে কখনো পড়া হয়নি। একটানা পড়েছি , হাত থেকে রাখার ইচ্ছে করছিলো না। বইটিতে যেমন সাসপেন্স আছে তেমন আছে গা ছমছমে ভৌতিক পরিবেশ এবং প্রচ্ছদ এর কথা যত বলবো ততো কম হবে, সেরা প্রচ্ছদ হয়েছে। যারা হরর এবং থ্রিলার সংমিশ্রিত গল্প পড়তে চান, তারা অবশ্যই বইটি পড়বেন।

Comments