পাগলাঃ এটি একটি আততায়ী বই রিভিউ by নাফিস ফুয়াদ অমি


 

নাম: পাগলা - একটি আততায়ী বই

জনরা: সুপারহিরো, থ্রিলার,ক্রাইম

লেখক: রাগিব নিজাম জিসান
PR: 3/5
'বাংলাদেশের অতিমানবেরা ' সিরিজের অন্তর্ভুক্ত বই হলো পাগলা। নাসির তালুকদার নামের এক অতিমানবের অরিজিন নিয়ে লেখা একটি বই। ভবঘুরে, সন্ত্রাসের সাথে জড়িত এই নাসিরের হিরো হইয়ে উঠার গল্পই খুব সুন্দরভাবে বইটিতে উপস্থাপন করেছেন লেখক। বইটি খুব ছোট হওয়া সত্বেও ডিটেইলসের পরিমাণ বেশ ভালো। মাঝে মাঝে ফ্ল্যাশব্যাক দিয়ে চরিত্রের অতিতকেও খুব সুন্দর করে উপস্থাপন করা হইয়েছে। গল্পের ফাইট সিন গুলো নিয়ে বলতেই হয়। পড়ার সময় ফাইট সিন গুলো ইমাজিন করার অনুভূতি ছিলো দারুন। রয়েছে যথেষ্ট পরিমান ভায়োলেন্স। পড়ার সময় পুরো সময়টাই থ্রিলের উপর দিয়েই গেছে। তাছারা বইয়ের ফন্ট ছিলো খুব ইউনিক, পড়তে ও দেখতে ভালোই লাগছিলো।
এছাড়া বইয়ে কিছু টুকটাক ইমপ্রুভমেন্ট প্রয়োজন ছিলো, প্রথমত বানান সংশোধন। মূল বিষয়ের সাপেক্ষে গল্পটার পরিসর আরো বাড়ানো যেতো। কিছু বিষয় আরো বিস্তারিত ভাবে উপস্থাপন করা যেত। কিছু character development প্রয়োজন ছিলো। তাছারা বাদবাকি সব মিলিয়ে যথেষ্ট উপভোগ্য একটি বই।
একজন comic fan হিসাবে এই টাইপের কাহিনী আমার বেশ ভালো লাগে। পড়ার সময় বার বার একটা কথাই মাথায় ঘুরছিল, " যদি এই বইটাকে কমিক আকারে পাওয়া যেত!!' বাংলাদেশেও একসময় এসব গল্প নিয়ে ব্যাপকহারে কমিক প্রকাশিত হবে এই স্বপ্ন নিয়েই এগোচ্ছি। লেখক নিজের তৈরি অতিমানবীয় চরিত্রগুলো নিয়ে একটা ইউনিভার্স তৈরি করছে, ব্যাপারটা আসলেই প্রশংসনীয়। দেশের সকল কমিক এবং বই প্রেমীরা এই বই এবং লেখকের তৈরি এই ইউনিভার্স নিয়ে জানুক, তাকে আরো উৎসাহ দিক। লেখক এবং তার 'বাংলাদেশের অতিমানবেরা ' সিরিজের সফল ভবিষ্যৎ কামনা করি।
ধন্যবাদ
Enjoy your reading

Comments