দ্য মিয়ানমার পোস্ট রিভিউ by ওয়াসিম হাসান মাহমুদ


 

বুক রিভিউ

দ্যা মিয়ানমার পোস্ট
লেখক : মুহাম্মদ রাগিব নিযাম
অলংকরণ, প্রচ্ছদ ও বিন্যাস : মুহাম্মদ রাগিব নিযাম
পৃষ্ঠা সংখ্যা : ৩২
জনরা : সুপারহিরো, সাই-ফাই, একশন, এডভ্যাঞ্চার।
মিয়ানমার-বাংলাদেশ সিমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। ২০ লাখ মিয়ানমারের নাগরিক বাংলাদেশে পুশ-ইন এর অপেক্ষায়। বাংলাদেশের আর্মি, সিক্রেট সার্ভিস এর উচিত জবাব দিতে চায়। মিয়ানমারের অসহায় মানুষজনের উপর লেলিয়ে দেয়া হয়েছে কুকুর সদৃশ্য ভয়াবহ ক্ষমতাসম্পন্ন কিছু প্রাণী। সামরিক গোয়েন্দা সংস্থার ডেপুটি চিফ মেজর তালহা অতিমানবীয় বা সুপার পাওয়ারের অধিকারী একটি টিম গঠন করতে চান। এছাড়া আর কোন উপায় নেই।
গল্পের পটভূমিকা দ্রুত পাল্টে যেতে থাকে যখন বাংলাদেশের একটার পর একটা মেটাহিউম্যানদের খুঁজে একটি অ্যালায়েন্স গঠন করা হয়। তড়িৎ গতির এই গল্পে একের পর এক "সুপার" রা একটি মাত্র উদ্দেশ্যে একত্রিত হতে থাকেন, দেশপ্রেম। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে তাদের দরকার একজন লিডার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা রহস্যময় অতীতের একজন হাসপাতালের বেডে শুয়ে আছেন কোমায়। দেশের আনাচে কানাচে থাকা অতিমানবরা প্রস্তুত হচ্ছেন দেশের সেবায় নিয়োজিত হতে।
মাত্র ৩২ পৃষ্ঠার এই গল্পের ব‌ই আপনি হাতে নিলে এক ঝটকায় শেষ পর্যন্ত পড়ে নিতে পারবেন কারণ লেখকের লেখনী প্রাঞ্জল। গল্পে মার্ভেল, ডিসি কমিক্সের ছায়াও অনেক কমিক্স ফ্যান পাবেন যা একজন কমিক বুক রিডার হিসেবে মোটেও দোষনীয় কিছু মনে করি না। মার্ভেল, ডিসি, ইমেজ, ভ্যালিয়েন্ট, ডার্ক হর্স এসব নামকরা প্রকাশনা সবসময় একে অপরের চরিত্র দ্বারা প্রভাবিত হয়ে আসছে বিগত প্রায় ৮০ বছর ধরে। লেখক সংক্ষেপে গল্প শেষ করেছেন এটি একটি স্মার্ট মুভ কারণ প্রথম লেখা ব‌ই তাঁর। ২০১৩ থেকে পত্রপত্রিকা এবং অনলাইনে লিখে আসা লেখক বাংলাদেশের সুপারহিরোদের নিয়ে একটি ইউনিভার্স, এরপর মাল্টিভার্স বা ডার্ক মাল্টিভার্স গঠন করার পথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই হিসেবে এই ব‌ইটিকে একটি "প্রোলোগ" বলা যায় যেখানে সকল সুপারহিরোরা আপনাদের সাথে পরিচিত হচ্ছেন। প্রতিটি চরিত্র নিয়েই লেখকের প্ল্যান আছে সেটা বুঝা যায়। যদিও এন্ডিংটা আমার কাছে একটু রাশড মনে হয়েছে। দেখা যাক লেখক এই সকল সুপারহিরোদের কিরকম ব্যক্তিত্ব দিয়ে সাঁজাবেন‌।
লেখক মুহাম্মদ রাগিব হাসান অত্যন্ত প্যাশনেট কমিক বুক রিডার। তাঁর স্টোরিটেলিঙ সময়ের সাথে অনেক দারুন কিছু আমাদের দিতে যাচ্ছে শুধুমাত্র তাঁর প্যাশনের কাঁধে ভর করে। এই ব‌ইয়ের শেষে তাঁর কিছু ই-বুকের পরিচয় পাবেন পাঠক। তাঁর লেখনীতে ফুটে আসা চরিত্রগুলো একদিন কমিক্স বা গ্রাফিক নভেল ফরম্যাটে পাবো এই অপেক্ষায় থাকলাম।

Comments