বাংলাদেশের অতিমানবেরা অমনিবাস ১ম খন্ড by শাহরিয়ার ইমতিয়াজ অভি



BDSU (Bangladesh Superhero Universe) Omnibus

লেখক#️⃣রাগিব নিযাম জিসান
প্রকাশনা#️⃣দেশ দেশান্তর ডিজিটাল পাবলিশিং
🎬সুপারহিরো। এই শব্দটা সামনে আসার সাথে সাথেই আমাদের অধিকাংশের মানসপটে দুটো নাম আপনা-আপনিই ভেসে ওঠে। DC & MARVEL/MARVEL & DC. এই দুটো কমিকবুক ইন্ডাস্ট্রি ১৯৩০ এর শেষ থেকে শুরু করে আজ পর্যন্ত সদর্পে কমিকবুক সুপারহিরো জনরাটাকে যেন নিজেদের অঘোষিত মালিকানায় নিয়ে রেখেছে এতটা বিশাল রাজত্ব তৈরি করে রেখেছে। সবাই সুপারহিরো বলতে যেন এই দুটো কমিকবুক ইন্ডাস্ট্রির নামই চেনে আর হবে নাই বা কেন? মূল ক্যানন সোর্স মেটেরিয়াল কমিকবুক থেকে শুরু করে লাইভ অ্যাকশন মুভি, সিরিজ, অ্যানিমেটেড মুভি, সিরিজ, ভিডিও গেইম ইত্যাদি ইত্যাদি সমস্ত মিডিয়ায় তাদের একচেটিয়া রাজত্বই বলা চলে যদিও আরো বেশকিছু উল্লেখযোগ্য কমিকবুক ইন্ডাস্ট্রি আছে যেমন Image Comics, Dark Horse, IDW Publishing, Valiant Comics ইত্যাদি ইত্যাদি। বলা যায় পশ্চিমা জগতটাই সুপারহিরোদের।
আচ্ছা কারোর কি ইচ্ছে হয় না? নিজের দেশে একটা প্রতিষ্ঠিত সুপারহিরো ইউনিভার্স দেখতে? আশার কথা হচ্ছে একটা প্রতিষ্ঠিত ইউনিভার্স কিন্তু আছে আমাদের নিজস্ব দেশী চরিত্র দিয়ে গড়া। একজন কমিকবুক সুপারহিরো ভক্তের প্রায় একক নিরলস প্রচেষ্টায় তৈরি একটা পূর্ণাঙ্গ সুপারহিরো ইউনিভার্স। হ্যা হয়তো বা এগুলো কোন কমিকবুকে প্রকাশিত হয় নি এবং কোনরকম লাইভ অ্যাকশন ও অ্যানিমেটেড এডাপটেশন হয় নি এগুলোর কিন্তু যাবার তো আরো অনেক পথ বাকি? সময় তো লাগবেই এবং সাথে লাগবে পাঠকদের সমর্থন।
⚡বাংলাদেশের অতিমানবেরা, বাংলাদেশের একটি স্বতন্ত্র্য অতিমানবীয় বা সুপারহিরো গল্প সিরিজ এবং সম্পূর্ণ স্বাধীন একটি ইউনিভার্স বা জগত যা ফিকশনাল লেখক মুহাম্মদ রাগিব নিযাম দ্বারা রচিত।
২০১৩ থেকে এ যাবত সর্বমোট ৮০ টি স্বকীয় ধারার গল্প রাগিব লেখেন যেখানে বিভিন্ন সময় এবং বিভিন্নভাবে অতিমানব চরিত্রগুলো কখনো দলবদ্ধভাবে বা কখনো আলাদা চরিত্রে নিজেদের স্বমহিমায় প্রকাশ পেয়েছে। ২০২১ সাল পর্যন্ত এর আটটি সিজন লিপিবদ্ধ হয়েছে।
BDSU অমনিবাসের এটা ১ম খন্ড সাথে আরো চার খন্ড আসবে বলে কাজ চলছে।
ই-বুকটি কেনা যাচ্ছে লেখকের কাছ থেকেই বা প্রকাশনা সংস্থা থেকে। এছাড়া প্রকাশিতব্য রয়েছে ঈদ উল আযহায় বা এবছরের তৃতীয় প্রান্তিকে তার কোনো চরিত্রের প্রথম বই। পাগলাঃ এটি একটি আতাতায়ী বই এবং পরবর্তী রোস্টারে ২০২২তার তৈরি করা বাংলাদেশি মহাজোট "দূর্ধর্ষ সংঘের" প্রথম ই-বুক "দ্য মিয়ানমার পোস্ট", আরেক মহাজোট "গোপন সংঘ" এর "লাল রাতের আধারে" আসার সম্ভাবনা আছে বলে জানা গেলো তার সাম্প্রতিক স্ট্যাটাস এ।
📚সম্প্রতি লেখক রাগিব নিযাম জিসান BDSU (Bangladesh Superhero Universe) এর omnibus নামক এক বই বের করেছেন এবং সেখানে দশটি গল্প চার অধ্যায়ে ক্রনোলজিকাল অর্ডারে তিনি লিপিবদ্ধ করেছেন। বইটি পিডিএফ আকারেই পাওয়া যাচ্ছে সহজেই। আর আজকের আলোচনার বিষয় সেই বইটিই।
📚যেমনটা শুরুতেই বলেছি যে লেখক রাগিব নিযাম জিসান বাংলাদেশের একমাত্র স্বতন্ত্র একটা ইউনিভার্স তৈরি করেছেন। তিনি বরাবরই চেয়েছিলেন মার্ভেল, ডিসির মত এই দেশেও নিজস্ব একটা পূর্ণাঙ্গ সুপারহিরো ইউনিভার্স তৈরি হোক এবং সেই লক্ষ্যে উনি নিজে একাই ২০১৩ সাল থেকে একের পর এক গল্প লিখে যাচ্ছেন যেগুলো একই সূত্রে একটা গল্পের অংশ বা একটা ইউনিভার্সের মাঝেই বিরাজমান যেমনটা আমরা সচরাচর মার্ভেল এবং ডিসির কমিক্স, মুভি, অ্যানিমোশন ইত্যাদিতে দেখতে পাই।
নিজের এই সৃষ্টির পেছনে লেখক যে অনেক প্যাশনেট সেটা তার কাজে ডেডিকেশনেই প্রমাণ পায় নয়তো তেমন পরিচিতি এবং লাভ না পাওয়া সত্ত্বেও কজনেই বা এত বছর ধরে একটা স্বপ্নের পেছনে নিরলস শ্রম দিয়ে যেতে পারে?
ওনার স্বপ্ন একদিক থেকে কতকটা সফলই। কারণ উনি চেয়েছিলেন সর্বপ্রথম নিজের দেশীয় ঘরানার একটা সুপারহিরো ইউনিভার্স তৈরি করতে যেটা এই দেশের প্রেক্ষাপটে একটা অলীক কল্পনাই ছিল বটে। তারপরও নিজের স্বপ্ন আর প্যাশনকে আঁকড়ে ধরে ওনার কাজ সফল করেছেন। দরকার শুধু এখন পাঠক পরিচিতির।
📚নিজের লেখক জীবনের শুরুই হয় এই ইউনিভার্স তৈরির প্রচেষ্টার মাধ্যমে এবং বইটির গল্পগুলো মূলত শুরুর তার শুরুর দিককার সৃষ্টি যার দরুন কিছুটা আঁচ করতে পারবেন অনভিজ্ঞ ও নব্য একজন লেখকের ছাপ। বইটির শুরুর দিকে গল্পগুলো একটু সংক্ষেপেই চরিত্রগুলোর পরিচিতি দিয়ে মূল প্রেক্ষাপটে প্রবেশ করানো হয়। গল্পগুলোও তুলনামূলক দ্রুতগতিতে এবং ছোটখাটোভাবেই এগোতে থাকে। এর পেছনে কারণও ছিল। লেখকের ধারণা ছিল যে হয়তোবা বেশি দীর্ঘ হলে তার গল্পের পাঠক তৈরি আরো কষ্টকর হবে এবং লোকে আগ্রহও হারিয়ে ফেলবে। এছাড়াও পূর্বেই উল্লেখ করেছি যে লেখক হিসেবে রাগিব নিযাম জিসান ছিলেন এই জগতে একদমই নতুন।
তবে দীর্ঘসময়, তুলনামূলক কম পরিচিতি এবং সর্বোপরি নিজের দূর্বলতা ও সীমাবদ্ধতায়ও তিনি হাল ছাড়েন নি। নিজের লেখার হাতকে তিনি তার গল্প এবং সময়ের সাথে উন্নত এবং যতটাসম্ভব দক্ষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও।
📚বইটিতে চার অধ্যায়ে দশটি গল্প পরিবেশন করা হয়েছে।
প্রথম অধ্যায়ে রয়েছে “উত্থানের গল্প” শিরোনামে।
দ্বিতীয় অধ্যায়ে আছে বিভিন্ন চরিত্রের নামে তাদের মূল স্পটলাইটে রেখে তৈরি করা গল্পগুলো।
অধ্যায়-২:
★এজেন্ট রিশাদ…..ব্লাডশট ডেডস্পট
★এজেন্ট শরীফ…..ব্যঘ্রমানবের খোঁজে
★এজেন্ট আরমিন…..মৃত্যু গহ্বর
★এজেন্ট শামীম….মুক্তোর গিঁট
★এজেন্ট সাদিয়া….দাঁড়িয়ে একা
★এজেন্ট আসিফ….শুনতে কি পাও
★এজেন্ট রিশাদ….ক্ষ্যাপা ষাঁড়
অধ্যায়-৩:
★রেড ব্যাটলিয়ন….লাল ভোর
অধ্যায়-৪:
★দূর্ধর্ষ সংঘ….কিলিং ডিসেম্বর
📚বইটির শেষে মার্ভেল ডিসির মতই একটা বড় কজমিক ইভেন্ট নির্ভর গল্প দিয়ে সমাপ্তি টানা হয়, অর্থাৎ আমরা মার্ভেল ডিসির গল্পে যেমনটা দেখতে পাই মহাকাশের কোন মহাপরাক্রমশালী ক্ষমতাবান ত্রাসের কুদৃষ্টি পরে পৃথিবীর ওপর এবং প্রাণপ্রিয় গ্রহকে রক্ষা করতে পৃথিবীর যোদ্ধারা একত্রিত হয় তেমনই একটা গল্প। এ নিয়ে বেশি কিছু আর না বলাই ভালো, পাঠকদের স্বাদ আস্বাদনের জন্যই তোলা থাক।
💲ই-বুকটি কেনা যাচ্ছে লেখকের কাছ থেকেই বা প্রকাশনা সংস্থা থেকে মাত্র ৫০ টাকায়। এছাড়া প্রকাশিতব্য রয়েছে ঈদ উল আযহায় বা এবছরের তৃতীয় প্রান্তিকে তার কোনো চরিত্রের প্রথম বই। পাগলাঃ এটি একটি আতাতায়ী বই এবং পরবর্তী রোস্টারে ২০২২তার তৈরি করা বাংলাদেশি মহাজোট "দূর্ধর্ষ সংঘের" প্রথম ই-বুক "দ্য মিয়ানমার পোস্ট", আরেক মহাজোট "গোপন সংঘ" এর "লাল রাতের আধারে" আসার সম্ভাবনা আছে বলে জানা গেলো তার সাম্প্রতিক স্ট্যাটাস এ।

Comments