পাগলাঃ এটি একটি আততায়ী বই রিভিউ by নাফিস মুনযার নাফি


 

নামঃ পাগলা - একটি আততায়ী বই

জনরাঃ সুপারহিরো(ভিজিল্যান্টি), থ্রিলার
লেখকঃ রাগিব নিযাম জিসান
রাগিব নিযাম জিসান ভাইয়ের লেখা 'বাংলাদেশের অতিমানবেরা' সিরিজের একটি বই হলো 'পাগলা'। পাগলা মূলত একজন ভিজিল্যান্টি হিরো। আসল নাম নাসির তালুকদার। বইয়ের ভিতরের গল্প নিয়ে বেশি কিছু বলবো না(স্পয়লার হয়ে যাবে)।
ভালো দিকসমূহ-
- বেশ ডিটেইলড একটি গল্প। গল্পের পরিসর ছোটো হলেও রাগিব ভাই তার অসাধারণ লেখনির মাধ্যমে ডিটেইলসগুলো বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন যার প্রশংসা না করে আমি পারলাম না।
- গল্পের ফাইট সিন গুলো যথেষ্ট ভালোভাবে লেখা হয়েছে। ভিজুয়ালাইজ করা যায় সহজে।
- বইয়ের ইন্টেরিয়র ডিজাইন আমার বেশ ভালো লেগেছে। এডিটগুলো মোবাইলে করলেও যথেষ্ট ভালো।
- লেখার ফন্টগুলো খুবই আকর্ষণীয়।
যে জিনিসগুলো আরো ভালো করা যেত-
- বইয়ের কিছু জায়গায় বানানে সমস্যা ছিলো। কিছু কিছু জায়গায় বুঝতে একটু সময় লেগেছিলো।
- আমার মতে গল্পের পরিসরটা আরো বড় করা যেত। তবে এতটুকুতেই যে পরিমাণ ডিটেইলস দেওয়া হয়েছে এবং মূল চরিত্রের অরিজিন যেভাবে সাজানো হয়েছে তা প্রশংসনীয়।
আমি চাই রাগিব ভাইয়ের লেখা এই বইগুলো যেন একদিন কমিক বই আকারে প্রকাশিত হয় এবং বাংলাদেশের সকলেই যেন ওনার সৃষ্টি করা এই কল্পনার জগতের সাথে পরিচিত হতে পারে।
পার্সোনাল রেটিং - ৩/৫
হ্যাপি রিডিং!

Comments